Ainisheba Service images

ইমিগ্রেশন

বর্তমান সময় গ্লোবালাইজেশনের সময়। মানুষ কম্পিটার বা মোবাইলের এক ক্লিকের মাধ্যমে পুরো  পৃথিবীকে জানতে পারছে। সেজন্য আমরা এখন বিভিন্ন দেশে বেড়াতে, পড়তে, ব্যবসায়িক কাজসহ স্থায়ীভাবে অভিবাসনের (Immigration) জন্য আগ্রহী হচ্ছি। আমরা যারা বাইরে অভিবাসন বা ইমিগ্রেট করতে আগ্রহী, তারা অনেক সময় সঠিক পরামর্শের অভাবে কাংখিত গন্তব্যে যেতে পারছি না বা ভিসা রিফিউজড হচ্ছে। আমরা আইনি সেবায় আপনাদের সঠিক পরামর্শ প্রদানসহ আপনাদের ভিসা প্রসেসিং করে থাকি।

আইনিসেবা ইমিগ্রেশন, পড়াশোনা, ভিজিট, বিজনেস, ওয়ার্ক পারমিট সহ অন্যান্য ভিসার বিষয়ে  যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা সহ ইউরোপের অন্যান্য দেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে। আমরা আপনাদের আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা ঢাকাস্থ মার্কিন দূতাবাস এবং অস্ট্রেলিয়া হাই কমিশনের তালিকাভুক্ত আইনজীবীদের মাধ্যমে আপনাদের কাজগুলো করে থাকি।

আইনিসেবা দীর্ঘদিন যাবৎ সাফল্য ও সুনামের সাথে ইমিগ্রেশনের বিষয়ে আপনাদের সাহায্য সহায়তা প্রদান করে যাচ্ছে। আমাদের বিশেষজ্ঞ দল সুনামের সাথে আপনাদের ইমিগ্রেশনের কাজ করে যাচ্ছে।

আইনিসেবা ইমিগ্রেশনের যে বিষয়গুলো নিয়ে কাজ করেঃ

  • স্টাডি ভিসা
  • ভিজিট ভিসা
  • বিজনেস ভিসা
  • ওয়ার্ক পারমিট ভিসা
  • মেডিকেল ভিসা

আইনসেবা যে সব দেশের ইমিগ্রেশন ভিসা নিয়ে কাজ করেঃ

  • ইউএসএ (যুক্তরাষ্ট)
  • অস্ট্রেলিয়া
  • কানাডা
  • সাউথ কোরিয়া
  • ইউকে
  • স্পেন
  • তুরস্ক।

আপনার যে কোন প্রয়োজনে আমাদের সাথে লাইভ চ্যাট বা ফোনে কথা বলতে পারেন।