স্বামী ভরণপোষণ দিচ্ছে না, কি করবেন ?

স্বামী ভরণপোষণ দিচ্ছে না, কি করবেন ?

স্বামী ভরণপোষণ দিচ্ছে না, কি করবেন

১। ভরণ পোষণ কি?

আমরা সাধারণত ভরণ পোষণ বলতে বিবাহের সময় বা বিবাহ বিচ্ছেদের পর খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ইত্যাদির জন্য স্ত্রী স্বামীর নিকট হতে যে অর্থ পায় বা পাওয়ার অধিকারী হয় তাকেই বুঝে থাকি। প্রকৃতপক্ষে জীবন ধারণের জন্য যা প্রয়োজন তা প্রদানের দায়িত্ব যখন অন্যজনের উপর বর্তায়; তাকে ভরণপোষন বলা হয়। ভরণপোষণের আরেক নাম খোরপোষ। আরবিতে যাকে বলা হয় নাফাকাহ। ভরণ পোষণের আওতায় খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সহ অন্যান্য মৌলিক চাহিদা অন্তর্ভুক্ত রয়েছে।

 

২। কারা ভরণ পোষণ পাবেন?

নাবালক ও অক্ষম সন্তান পিতার কাছ হতে, স্ত্রী তার স্বামীর কাছ হতে এবং বৃদ্ধ পিতামাতা তাঁর সন্তানদের কাছ হতে ভরণ পোষণ পাওয়ার অধিকারী। ভরণ পোষণ না দিলে পারিবারিক আদালতে মামলা করা যাবে।

 

৩। স্ত্রী কখণ ভরণপোষ পাবেন?

বৈবাহিক সম্পর্ক বজায় থাকা পর্যন্ত স্ত্রী স্বামীর নিকট হতে ভরণ পোষণ পাবেন। তবে বিবাহ বিচ্ছেদ কার্যকরী হওয়ার পর ৯০ দিন পর্যন্ত স্ত্রী স্বামীর নিকট হতে ভরণ পোষণ পাবেন। সন্তান সম্ভাবা স্ত্রীর বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে সন্তান ভূমিষ্ট না হওয়া পর্যন্ত ভরণ পোষণের অধিকার বলবৎ থাকবে। ভরণ পোষণের পরিমাণ বা আর্থিক মূল্যমান নির্ধারণ করা নেই। স্বামীর আর্থিক অবস্থা ও স্ত্রীর সামাজিক মর্যাদা অনুযায়ী ভরণপোষণ পরিমাণ নির্ধারিত হয়।

 

৪। স্বামী ভরণ পোষণ না দিলে আইনগত প্রতিকার:

  1. পারিবারিক আদালত অধ্যাদেশ, ১৯৮৫ (The Family Court Ordinance, 1985) এর ধারা ৫(ঘ) অনুযায়ী ভরণ পোষণ পাওয়ার জন্য স্ত্রী সরাসরি পারিবারিক আদালতে মামলা দায়ের করে পারবেন।
  2. মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১ (The Muslim Family Law Ordinance, 1961) এর ৯ ধারা অনুযায়ী স্বামী তার স্ত্রীকে ভরণ-পোষণ দিতে ব্যর্থ বলে স্ত্রী স্থানীয় চেয়ারম্যানের নিকট আবেদন করতে পারবেন। চেয়ারম্যান সালিশি পরিষদ গঠন করে ভরণপোষণের পরিমাণ নির্ধারণ করে একটি সার্টিফিকেট ইস্যু করতে পারবেন। সে অনুযায়ী স্ত্রী ভরণপোষণ পাওয়ার অধিকারী হবেন। তবে সালিশী পরিষদের সিদ্ধান্তে অসুন্তষ্ট হলে সহকারী জজের নিকট পুনবিবেচনার আবেদন করা যাবে। সেক্ষেত্রে সহকারী জজের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। তবে ভরণ পোষণ নির্ধারণের ক্ষেত্রে স্বামীর আর্থিক সক্ষমতা ও স্ত্রীর মর্যাদা ইত্যাদি বিবেচনায় নিতে হবে।

 

  1. মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন, ১৯৩৯ (The Dissolution of Muslim Marriage Act, 1939) এর ২(খ) ধারা অনুযায়ী স্বামী ২ বছর যাবৎ ভরণ পোষণ না দিলে বা ভরণ পোষণ দিতে ব্যর্থ হলে স্ত্রী আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করতে পারে এবং একই ভাবে স্বামীকে ভরণ-পোষণ প্রদানে বাধ্য করতে পারে। 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *