Ainisheba talak

তালাক

ইসলাম ধর্মে আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ কে তালাক বলা হয়। স্বামী সর্বাবস্থায় তালাক দিতে পারে, তবে স্ত্রী তালাক দিতে পারে যদি বিয়ের সময় তাকে লিখিত অনুমতি দেওয়া হয়।

ধর্ম অনুযায়ী তালাক

মুসলিম ধর্ম অনুসারে নিম্নলিখিত যেকোন একটি পদ্ধতিতে তালাক কার্যকর করা যায়ঃ-

১। আহসান বা সর্বোত্তম তালাক

২। হাসান বা উত্তম তালাক

৩। বিদ’ই বা শরিয়া বিরুদ্ধ তালাক

হিন্দু ধর্ম অনুসারে

হিন্দু আইনে তালাক বা বিচ্ছেদ বলতে কিছু নেই, তবে স্বামী বা স্ত্রী চাইলে আলাদা থাকতে পারে এবং সেক্ষেত্রে তারা কোনো জবাবদিহিতা করতে বাধ্য নন, তবে সেপারেশন এর ব্যাপারে কোর্টের মাধ্যমে অনুমতি নেওয়ার প্রয়োজন হয়।

স্পেশাল ম্যারেজ অ্যাক্টে অনুসারে বিয়ে ও তালাক

বিশেষ বিবাহ আইন অনুযায়ী যদি কেউ বিবাহ করতে চায়, সেই ক্ষেত্রে ছেলে মেয়ে উভয়কেই অবিবাহিত অবস্থায় থাকতে হবে। অর্থাৎ এই বিয়ের ক্ষেত্রে ছেলে এবং মেয়ের যদি পূর্বে বিবাহ করে থেকে থাকে এবং তা বর্তমান সময়েও বলবৎ থেকে থাকে, সেক্ষেত্রে নতুন করে স্পেশাল ম্যারেজ এ্যাক্ট অনুসারে বিয়ে কার্যকর হবে নাসেই ক্ষেত্রে ছেলে এবং মেয়ের পূর্বের বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে আসতে হবে এবং দুইজনেরই বর্তমান অবস্থা অবিবাহিত থাকতে হবে। 

কাদের জন্য প্রযোজ্য

১। যারা কোন ধর্মে বিশ্বাস করে না তারা এই আইনের অধীনে বিয়ে করতে পারবে 

অথবা, 

২। যারা হিন্দু /বৌদ্ধ/ শিখ/ জৈন ধর্মে বিশ্বাস করে এদের মধ্যে যে কেউ অন্য ধর্মের বিশ্বাসিদের বিয়ে করতে পারবে

৩। বাংলাদেশের নাগরিক নয় এমন ব্যক্তির ক্ষেত্রেও এই আইন প্রযোজ্য

বিশেষ বিবাহের জন্য যা করতে হবে

এফিডেভিট এর মাধ্যমে ঘোষণা দিতে হবে যে তারা কোন ধর্মে বিশ্বাস করে না এবং বিয়ের ক্ষেত্রে কোনো ধর্মীয় নিয়মনীতি অনুসরণ না করে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট এর অধীনে বিয়ে করবে।

শর্তসমূহ

১। পূর্বের কোন বিবাহ বর্তমানে বলবৎ থাকা যাবে না। 

২। ছেলের ২১ বছর এবং মেয়ের ১৮বছর বয়স হতে হবে।

৩। এমন কোন সম্পর্ক থাকা যাবে না যাদের বিয়ে করা অবৈধ

যেমন: ভাই,বোন /মা,ছেলে

৪। ১৪দিন পূর্বে স্পেশাল ম্যারেজ রেজিস্টার কে নোটিশ প্রদান করতে হবে।

৫। তিনজন সাক্ষী।

প্রয়োজনীয় ডকুমেন্টস

১। ছেলে ও মেয়ের জাতীয় পরিচয় পত্র বা পাসপোর্ট এর কপি

২। তিন কপি পাসপোর্ট সাইজ সত্যায়িত ছবি

৩। তিনজন সাক্ষী 

বিয়ের পরে সার্টিফিকেট প্রদান করা হয় যা সব জায়গায় বিয়ের প্রমাণস্বরূপ কাজ করবে।

স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টে ডিভোর্স

এইক্ষেত্রে The divorce Act 1869 অনুসারে ডিভোর্স দিতে হবে। অর্থাৎ কোন ডিভোর্সদাতাকে সিভিল কোর্টে মামলা করে ডিভোর্সের ডিগ্রি নিতে হবে।

তালাক প্রদান, সেপারেশন এবং ডিভোর্সের ডিক্রির  জন্য আইনি সেবার এক্সপার্ট টিম আপনাদের সহযোগিতা করতে সর্বদা প্রস্তুতসহজে তালাক বিষয়ে সেবা পেতে চাইলে আইনিসেবার প্রতিনিধির সাথে কথা বলতে হটলাইন নাম্বার এ বা অনলাইনে লাইভ চ্যাটের মাধ্যমে যোগাযোগ করতে পারেন