Ainisheba lisence

লাইসেন্স

লাইসেন্সঃ

বাংলাদেশে ব্যবসা পরিচালনার জন্য বিভিন্ন ধরনের সরকার কর্তৃক অনুমোদিত লাইসেন্স/ ছাড়পত্র প্রয়োজন হয়। এসব লাইসেন্স বাদে কেউ ব্যবসা পরিচালনা করতে পারে না বা করলে জেল- জরিমানা হওয়ার সম্ভবনা থাকে। আইনিসেবা আপনার বিভিন্ন ধরনের লাইসেন্স গ্রহণের জন্য যাবতীয় সহায়তা করে থাকে।

লাইসেন্স বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমনঃ

  • ট্রেড লাইসেন্স Trade Licence” এর আক্ষরিক অর্থ হচ্ছে “বাণিজ্য করার অনুমতি পত্র” যার মাধ্যমে স্থানীয় সরকার কোন ব্যক্তিকে ব্যবসা-বাণিজ্য পরিচালনার অনুমতি প্রদান করে থাকে। স্থায়ী ব্যবসায় গড়তে স্থানীয় ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা বা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে যে লাইসেন্স নিতে হয় তাকে ট্রেড লাইসেন্স বলে।

  • পরিবেশ ছাড়পত্র– অষ্টাদশ শতাব্দীতেই বিশ্বজুড়ে শিল্প বিপ্লবের শুরু হয়। যার ছোঁয়া ভারতীয় উপমহাদেশেও লাগে। ওই সময় উপমহাদেশসহ বিশ্বব্যাপী শিল্পকারখানাগুলো পরিবেশের কথা মাথায় রেখে স্থাপন করা হয়নি। যার ফলশ্রুতিতে সারাবিশ্বে ব্যাপকভাবে পরিবেশ বিপর্যয় ঘটছে এখন। বিংশ শতাব্দীতে এসে পরিবেশ দূষণের মাত্রা বেড়ে গেছে আশঙ্কাজনকভাবে। বাংলাদেশেও শিল্পের কারণে পরিবেশ দূষণের প্রভাব দেখা যাচ্ছে ব্যপক হারে।
    বাংলাদেশের অধিকাংশ শিল্পকারখানার পরিবেশ ছাড়পত্র নেই। তারা নিয়ম-নীতির তোয়াক্বা না করেই গড়ে তুলেছেন এসব শিল্পকারখানা। শিল্প কারখানায় সুস্থ্য পরিবেশ বজার রাখার জন্যই সরকার পরিবেশ ছাড়পত্র বাধ্যতামূলক করেছেএটি নিতে হবে পরিবেশ অধিদপ্তর থেকে, আর এ পরিবেশ ছাড়পত্র নেওয়ার জন্য আপনাকে কিছু নিয়ম-নীতি অনুসরণ করতে হবে।
  • বিইআরসি লাইসেন্সঃ গ্যাস, বিদ্যুৎ, পেট্রোলিয়াম সঞ্চালন, বিপণন, বিতরণ, সরবরাহ ও মজুদকরন সহ এনার্জি বিষয়ক সকল বিষয়ের জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন থেকে লাইসেন্স নিতে হবে।  যারা বাংলাদেশ এনার্জি রেগুলেটরিকমিশন থেকে লাইসেন্স গ্রহণ করবে তাদের লাইসেন্সি বলে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন লাইসেন্স ব্যতীত গ্যাস, বিদ্যুৎ, পেট্রোলিয়ামের ব্যবসা করা বেআইনি।

আইনিসেবা নিন্মোক্ত লাইসেন্স গ্রহণে সহায়তা করে থাকেঃ

  • ট্রেড লাইসেন্স 
  • বিইআরসি লাইসেন্স
  • পরিবেশ ছাড়পত্র
  • এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ইআরসি)
  • আমদানি নিবন্ধন শংসাপত্র (আইআরসি) 
  • ফায়ার লাইসেন্স 
  • সিএনজি লাইসেন্স 
  • সিপিপি লাইসেন্স
  • বিস্ফোরক
  • বয়লার
  • কলকারখানা অনুমোদন
  • বন্ডেজ ওয়্যারহাউজ (সিবিসি)
  • BIDA (বিডা) সুপারিশনামা
  • এসিড লাইসেন্স

আপনার যে কোন প্রয়োজনে আমাদের সাথে লাইভ চ্যাট বা ফোনে কথা বলতে পারেন।