পাওয়ার অব অ্যাটর্নি দলিল সৃজন ও নিবন্ধন

পাওয়ার অব অ্যাটর্নি দলিল সৃজন ও নিবন্ধন

পাওয়ার অব অ্যাটর্নি: কোন ব্যক্তিকে অন্য কোন ব্যক্তির পক্ষে কোন কাজ সম্পাদন করে দেওয়ার জন্য লিখিতভাবে ক্ষমতা প্রদান করাই হলো পাওয়ার অব অ্যাটর্নি। পূর্বে ১৮৮২ সালের আইন দ্বারা পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদন করা হত। উক্ত আইন বাতিল করে ২০১৩ সাল হতে  পাওয়ার অব অ্যাটর্নি আইন, ২০১২ এর অধীনে বর্তমানে এটি সম্পাদন করা হয়।   

পাওয়ার অব অ্যাটর্নি আইন-২০১২ এর ২(১) ধারায় বলা হয়েছে, ‘পাওয়ার অব অ্যাটর্নি অর্থ এমন কোনো দলিল- যাহার মাধ্যমে কোনো ব্যক্তি তাহার পক্ষে ওই দলিলে বর্ণিত কার্যসম্পাদনের জন্য আইনানুগভাবে অন্য কোনো ব্যক্তির কাছে ক্ষমতা অর্পণ করেন’। এই দলিলের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করা যায় না। তাই দলিল গ্রহিতা তার নিজ নামে সম্পত্তি নামজারি বা খারিজ করতে পারবেন না। অর্থাৎ এই দলিলমূলে কেউ সম্পত্তির মালিকানা দাবী করতে পারেন না, দলিল গ্রহিতা কেবল দাতার পক্ষে দলিলে উল্লিখিত কার্য সম্পাদন করতে পারেন।

প্রকারভেদ: পাওয়ার অব অ্যাটর্নি আইন-২০১২ ও পাওয়ার অব অ্যাটর্নি বিধিমালা-২০১৫ এর সমন্বিত পাঠে তিন প্রকারের পাওয়ার অব অ্যাটর্নির বা মোক্তারনামার অস্তিত্ব পাওয়া যায়। যা হলো:

   ১. সাধারণ পাওয়ার অব অ্যাটর্নি বা আমমোক্তারনামা;

   ২. অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি; এবং  

   ৩. বিশেষ পাওয়ার অব অ্যাটর্নি বা খাস মোক্তারনামা

 

পাওয়ার অব অ্যাটর্নির জন্য যে সকল বিবরণ অন্তভূর্ক্ত করতে হবে

পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে ক্ষমতা অর্পনের ক্ষেত্রে ইহাতে নিম্নবর্ণিত সকল বিষয় বা প্রয়োজনীয় বিষয়ের বিবরণ অন্তভূর্ক্ত করতে হবে যথা-  

১। পাওয়ারদাতার উদ্দেশ্য;  

২। পাওয়ার গ্রহীতার দায়িত্ব,ক্ষমতা ও সীমাবদ্ধতা;

৩। পাওয়ার অব অ্যাটর্নির নিদ্দিষ্ট মেয়াদ;

৪। প্রদিয় ক্ষমতা শর্তাধীন হলে সেই শর্তের সুস্পষ্ট বিবরণ;

৫। ক্ষমতা প্রদানের বা নির্বাহের বিবরণ, যদি ইহা একাধিক ব্যাক্তি কর্তৃক যৌথভাবে বা পৃথক ভাবে সম্পাদিত হয়;

৬। আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ের বিবরণ;

৭। স্থাবর বা অস্থাবর সম্পত্তির বিবরণ;  

৮। রেজিস্ট্রেশন আইনের ধারা ৫২ (ক) তে বিধৃত বিষয়ের বিবরণ, প্রযোজ্য ক্ষেত্রে।

পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে ক্ষমতা অর্পনে সীমাবদ্ধতা: পাওয়ার অব অ্যাটর্নি বিধিমালা, ২০১৫ এর ৪ নং অনুচ্ছেদে বলা হয়েছে, আইনের উদ্দেশ্য পুরনকল্পে, এই বিধিমালার অধীন পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে নিম্নবর্ণিত বিষয়ে কোন ক্ষমতা অর্পণ করা যাবে না, 

যথা-

  • উইল সম্পাদন, বা দাতা কর্তৃক সম্পাদিত উইল রেজিস্ট্রির উদ্দেশ্যে দাখিলকরন;
  • দত্তক গ্রহনের ক্ষমতাপত্র সম্পাদন; বা দাতা কর্তৃক সম্পাদিত দত্তক গ্রহনের ক্ষমতাপত্র রেজিস্ট্রির উদ্দেশ্যে দাখিলকরন;
  • দান বা হেবা সম্পর্কিত ঘোষণা সম্পাদন;
  • ট্রাস্ট দলিল সম্পাদন; এবং
  • সরকার কর্তৃক, সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, ঘোষিত অন্য প্রকার দলিল বা কার্য সম্পাদন।

 

পাওয়ার অব অ্যাটর্নি প্রদান, গ্রহণ, বাতিলসহ বিভিন্ন ধরনের দলিল সৃজন এবং নিবন্ধনের জন্য আপনার সঠিক দিক নির্দেশনার প্রয়োজন হলে বা আইনিভাবে নির্ভুল কাজের জন্য আপনার সেরা সেবাটি গ্রহণ করতে চাইলে যোগাযোগ করুন আইনি সেবার টিমের সাথে। বিস্তারিত জানতে ফোন করুন আইনি সেবার  হটলাইন নাম্বারে।